ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪২ লাখ ৭৯ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪২ লাখ ৭৯ হাজার ছাড়াল

ঢাকা: সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজার ৩৮১ জন।

মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৬২ জন।

শুরু থেকে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৭৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।