ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইব্রাহিম রাইসি। পূর্বসূরি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হলেন কট্টরপন্থি বলে বিবেচিত রাইসি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে তেহরানে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের প্রায় ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শপথগ্রহণের আগে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইব্রাহিম রাইসি।

অনুষ্ঠানে সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা ও বিচার বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

গত ১৮ জুন ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন রাইসি। তবে, নির্বাচনে অনেক প্রতিদ্বন্দ্বীকে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।