ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

একদিনে তিন প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
একদিনে তিন প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

ঢাকা: একদিনে আফগানিস্তানের ৩টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে তালেবানদের হাতে গত তিনদিনে আফগানিস্তানের ৫টি প্রাদেশিক রাজধানীর পতন হলো।

এক প্রতিবেদনে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার (০৮ আগস্ট) তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয়।

এর মধ্যে কুন্দুজ শহর খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের মধ্যে কুন্দুজ শহর দখল তালেবানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য অংশের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে কুন্দুজ শহরের।

এর আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘান ও শুক্রবার  নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহরের পতন হয় তালেবানদের হাতে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানরা দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের গ্রামীণ জনপদের বিশাল অংশ দখলের পর তালেবান যোদ্ধারা এখন প্রধান প্রধান শহরগুলো টার্গেট করছে।

রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরাঞ্চলের তিনটি শহর দখলে নেয় তালেবানরা।

আফগান সরকার বলছে, দখল পুনুরুদ্ধারে নিরাপত্তা বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

পশ্চিমের হেরাত এবং দক্ষিণাঞ্চলের শহর কান্দাহার এবং লস্কর গাহ এ তীব্র যুদ্ধের খবর পাওয়া গেছে।

সংঘাতে বহু মানুষ হতাহতের পাশাপাশি হাজার হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।