যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় ৩ লাখের বেশি আফগান অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার বলেছে, তালেবানদের পুনরুত্থানের পর বাস্তুচ্যুত ব্যক্তিদের পরিস্থিতি ‘ক্রমাগত খারাপ হতে থাকবে’ বলে আশঙ্কা করা হচ্ছে।
আইওএম অনুমান করে, সাম্প্রতিক সংঘর্ষের তীব্রতার কারণে ৩ লাখের বেশি আফগান অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং জুন মাসে সপ্তাহে প্রায় ৪০ হাজার মানুষ প্রতিবেশী ইরানে পালিয়ে গেছে।
বেসামরিক নাগরিকদের জন্য সংকটময় পরিবেশ সৃষ্টি হলেও দেশের বাইরে থেকে আরও বেশি মানুষ আফগানিস্তানে ফিরছে।
বিদেশি সেনা সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে তালেবানরা বড় ধরনের আক্রমণ পরিচালনা করছে। এরইমধ্যে তারা আফগানিস্তানের অনেক এলাকা নিজেদের দখলে নিয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
নিউজ ডেস্ক