ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ‘অনইসলামিক’ পোশাক পরায় নারীকে হত্যা চেষ্টা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ইরানে ‘অনইসলামিক’ পোশাক পরায় নারীকে হত্যা চেষ্টা!

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে উরমিয়া শহরে হিজাব না পরায় দুই নারীর ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইরানি ব্যক্তির ওপর।  এতে গুরুতর আহত হয়েছেন ওই দুই নারী।

খবর আল আরাবির।

গণমাধ্যমটি জানিয়েছে, ‘অনইসলামিক’ পোশাক পরায় প্রথমে ওই দু’জন নারীকে হেনস্থা করেন অভিযুক্ত ব্যক্তি। পরে ওই নারীদের সঙ্গে ওই চালকের বিবাদ হতেই তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। তখন গুরুতর আহত হন ওই নারীরা।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই দুই নারীর আঘাত প্রাণঘাতী নয়। তবে তাদের অবস্থা এখনও গুরুতর। হামলার পর ঘটনাস্থল থেকে  ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৬৪০, আগস্ট ১২, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।