ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান নারী-কিশোরীরা ভয়ে পালাচ্ছে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
আফগান নারী-কিশোরীরা ভয়ে পালাচ্ছে 

তালেবানরা আফগানিস্তানের বিশাল এলাকা পুনরায় দখল করেছে। ফলে ওইসব এলাকার নারী ও কিশোরীরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

কারণ তাদের অপহরণ করে যোদ্ধাদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার আশঙ্কা আছে।  

রোববার মেইল পত্রিকা জানিয়েছে, যখনই চরমপন্থীরা একটি নতুন শহর বা জেলা দখল করে, তারা স্থানীয় মসজিদের বক্তাদের মাধ্যমে স্থানীয় সরকার এবং পুলিশ কর্মীদের স্ত্রী ও বিধবাদের নাম হস্তান্তরের আদেশ জারি করে।

স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা সংবাদপত্রকে জানিয়েছেন, তালেবানরা শত শত তরুণীকে ঘিরে রেখেছে তাদের যোদ্ধাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য।  

অভিযোগ উঠেছে, দখল করা শহরগুলোতে মেয়েদের স্কুল বন্ধ করে দিচ্ছে তালেবানরা। নারীদের বোরখা ছাড়া বাইরে না বেরোতে আদেশ দেওয়া হয়েছে।  

আতঙ্কিত গ্রামবাসীরা তাদের স্ত্রী ও মেয়েদের এলাকা থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। ভাড়া করা গাড়ি বা মালবাহী গাড়িতে করে তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছে।  

বামিয়ানের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ তাহির জুহাইর বলেছেন, নারীদের অপহরণ ও বিয়ে করার পরিকল্পনা তালেবানদের বিরুদ্ধে লড়াই করা নিরাপত্তা বাহিনীর স্ত্রী ও বিধবাদের ওপর একটি বিপজ্জনক ও নিষ্ঠুর প্রতিশোধ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।