ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪

হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

রোববার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে গির্জা, হোটেল, ঘরবাড়ি-রাস্তাঘাট ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের একজন প্রশাসক বলেন, ‘অনেক আহত মানুষ হাসপাতালে আসছেন। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি ও সামর্থ আমাদের নেই। সে কারণে হাসপাতালের বাইরে তাবু তৈরি করেছি।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এরই মধ্যে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির সেইন্ট-লুইস দু সাদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ওই অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটিসহ মোট ছয়টি ‘আফটার-শক’ অনুভূত হয়েছে।

এর আগে ২০১০ সালে দেশটিতে ৭ মাত্রার ভূমিকম্পে লাখ মানুষের প্রাণ হারিয়েছেন। সেই ক্ষয়ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশটি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।