ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার পর প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডারের বরাত দিয়ে এ কথা জানায় রয়টার্স।
কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়ার পর তারা প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছেন।
আফগান সরকার অবশ্য তালেবানের প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণ নেওয়ার দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এর আগে তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে শহর ত্যাগ করেছেন বলে এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।
আরও পড়ুন- তালেবানের দখলে কাবুল, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমইউএম/এমএইচএম