ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকার নয়, সরাসরি ক্ষমতা চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
অন্তর্বর্তী সরকার নয়, সরাসরি ক্ষমতা চায় তালেবান

ঢাকা: কোনো অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয়, সরাসরি ক্ষমতা বুঝে নিতে চায় তালেবান।

কাবুল দখল এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে যাওয়ার পর তালেবানের দুই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানে কোনও ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হবে না।

তারা আফগানিস্তানের ক্ষমতার পূর্ণ হস্তান্তর প্রত্যাশা করছেন।

এর আগে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তালেবানের ক্ষমতা গ্রহণের আলোচনার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছিল।

মার্কিন বাহিনীর হাতে উৎখাত হওয়ার দুই দশক পর তালেবান আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কাবুল। প্রেসিডেন্ট প্রাসাদও এখন তালেবানের দখলে।

আফগান সরকারের পতনের পর তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতার দুয়ারে।

তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে শহর ত্যাগ করেছেন বলে এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট আশরাফ গনির পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।