ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহতের সংখ্যা পৌঁছেছে দশ হাজারের কাছাকাছি।
বুধবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
এতে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৬০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তের তালিকায় গির্জা, হোটেল, রাস্তা-ঘাটসহ বহু সরকারি ভবন রয়েছে।
ভূমিকম্পের ফলে দেশটিতে হাজারও মানুষ আশ্রয় হারিয়েছেন। তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। ভূমিকম্পের পর ঘূর্ণিঝড় এবং বন্যা তাদের দুঃখ-দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে প্রায় ৫ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে। তাদের আশ্রয়, নিরাপদ পানি ও খাবার নেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর হাইতিতে প্রবল বর্ষণ থেকে বন্যা দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
সম্প্রতি হাইতির প্রেসিডেন্টকে হত্যা করা হয়। ফলে রাজনৈতিক সংকটে ভুগছে দেশটি। এর আগে ২০১০ সালে প্রচণ্ড ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্স। সে সময় সেখানে দুই লাখ মানুষ নিহত হয়েছিল।
গত সোমবার (১৭ আগস্ট) ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪১৯ জন বলে জানিয়েছিল বিবিসি।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমজেএফ