ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
কাবুলে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের কাবুল তালেবানদের দখলে যাওয়ার পরেই প্রাণ বাঁচাতে দেশত্যাগের জন্য ভিড় বেড়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যে কূটনীতিকসহ বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

রোববার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং আটকে পড়া মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, কেবল যেসব ব্যক্তিকে মার্কিন সরকারের প্রতিনিধি ভ্রমণের জন্য অনুমোদন দেবেন তারাই কাবুল বিমানবন্দরে যেতে পারবেন।

আইএসের আক্রমণের সম্ভাব্য হুমকি সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর কোনো হুমকি দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।