ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত ছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত ছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন বলে খোঁচা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, এটা তো সেনা প্রত্যাহার নয়।

কোনো কারণ ছাড়াই এটা হলো পুরোপুরি আত্মসমর্পণ। তিনি আমাদের বিমান ঘাঁটিগুলোকে আত্মসমর্পণ করিয়েছেন। আমাদের অস্ত্রগুলো সমর্পণ করেছেন। আমাদের দূতাবাসকে আত্মসমর্পণ করিয়েছেন।

শনিবার আলাবামায় এক র‌্যালিতে ট্রাম্প এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্য বিবিসি।

তিনি বলেন, এই সামরিক পরাজয় সব সময়ের মধ্যে বড় পরাজয় হয়ে থাকবে। এটা এভাবে হওয়া উচিত ছিল না। শত শত কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম ফেলে আসা হয়েছে (আফগানিস্তানে)। আর তা চলে গেছে তালেবানের হাতে। এর মধ্যে রয়েছে ৬ লাখ অ্যাসল্ট রাইফেল, দুই হাজার সাঁজোয়া যান, ৪০টি যুদ্ধবিমান।

ট্রাম্প আরও বলেন, এটা তো হওয়ার কথা ছিল না। সবার উচিত ছিল, প্রতিজন মানুষ, আমাদের নাগরিক, অস্ত্র—সব যতক্ষণ আফগানিস্তান ত্যাগ না করবে, ততক্ষণ সেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েন রাখা। তারপর আমাদের সব ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়ে তাদের বলা উচিত ছিল ‘বাই বাই’।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।