ঢাকা: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজের সীমান্তের বাইরে প্রতিরক্ষা ব্যবস্থা বিস্তৃত করার চেষ্টায় আছে তেহরান। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এ কথা বলেছে।
এ কথার মধ্যদিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য সতর্কবার্তা দিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূত্র: পার্সটুডে।
প্রতিরক্ষার প্রশ্নে ইরানের সামরিক সক্ষমতা আরো বাড়ানোর জন্য তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ অন্যান্য সামরিক কর্মসূচি জোরদার করতে মোটেই দ্বিধা করবে না। দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানকে মুক্তিকামী দেশগুলোর জন্য প্রতিরক্ষার ক্ষেত্রে ‘আদর্শ দেশ’ বলে মন্তব্য করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এনটি