ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাবজিতে বুঁদ হয়ে ট্রেনের নিচে ৪ কিশোর

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
পাবজিতে বুঁদ হয়ে ট্রেনের নিচে ৪ কিশোর

ভারতের পশ্চিমবঙ্গের মালদা বিভাগের একটি জেলা উত্তর দিনাজপুর। জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল চার কিশোর।

তাদের কানে ছিল হেডফোন। চোখ ছিল মোবাইলের স্ক্রিনে।

পাবজি, ফ্রি ফায়ার খেলায় বুঁদ হয়েছিল তারা। ঠিক তখনই ডাউন লাইনে ছুটে আসছিল ট্রেন। আগরতলা–দেওঘর এক্সপ্রেস। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেছিলেন প্রত্যক্ষদর্শীরা। ট্রেন থেকে বাজানো হয় হুইসেলও। কিন্তু তার কিছুই পৌঁছায়নি চার কিশোরের কানে। মাশুল দিতে হলো নিজেদের জীবন দিয়ে। ট্রেনে কাটা পড়ে মারা গেলো চার কিশোর। ছিন্নভিন্ন হয়ে গেল তাদের দেহ।  

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস সোমবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

এতে বলা হয়, মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় চারটি দেহ।  ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। মৃতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা। তবে তাদের পুরো পরিচয় জানায়নি পুলিশ।

বাংলাদেশ সময় ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।