ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানদের সরিয়ে নেওয়াতেই মনযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আফগানদের সরিয়ে নেওয়াতেই মনযোগ যুক্তরাষ্ট্রের কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কারণে সেখানে কী ঘটেছে কিংবা দেশটির অবস্থা কেমন হতে পারতো, তা বিশ্লেষণের জন্য প্রচুর সময় পড়ে আছে।  

রোববার (২২ আগস্ট) দুই দিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন কমলা হ্যারিস।

সেখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও দেশটিতে তালেবানের পুনরুত্থান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। অনেকে এভাবে ফিরে আসাকে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন প্রশাসনের পরাজয়ের সঙ্গে তুলনা করছেন। তবে এসব সমালোচনায় যেন কানই দিলেন না দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তিনি বলেন, আমরা এখন মার্কিন নাগরিকদের পাশাপাশি যেসব আফগান নাগরিক আমাদের সঙ্গে কাজ করেছিলেন এবং ঝুঁকিতে আছেন এমন নারী ও শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর মনযোগ দিচ্ছি।

সংবাদ সম্মেলনে আফগানিস্তান যেন আবারও সন্ত্রাসবাদের উপকেন্দ্রে পরিণত না হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভিয়েতনামে যাবেন কমলা হ্যারিস। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্ট ভিয়েতনাম সফর করেননি।

বাংলাদেশ সময় ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।