আফগানিস্তানে উড়োজাহাজ ছিনতাই হয়েছে বলে প্রচারিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো গণমাধ্যমের খবর অস্বীকার করে বলেন, ‘কাবুল বা অন্য কোথাও ইউক্রেনের কোনো প্লেন ছিনতাই হয়নি বা আটক নেই।
এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, গত রোববার (২২ আগস্ট) ইউক্রেনের একটি বিমান অপহরণ করা হয়েছে। এরপর বিমানটিকে ইরানের দিকে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমাদের পরবর্তী উদ্ধার প্রচেষ্টাও সফল হয়নি। কারণ আমাদের উদ্ধারকর্মীরা সময় মতো বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেননি।
তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, ইয়েভজেনি ইয়েনিন আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে কূটনীতিকদের দ্বারা অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হওয়ার কথা বলেছিলেন। সূত্র: জিও নিউজ
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
নিউজ ডেস্ক