ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ

ঢাকা: পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর করোনা টিকার কর্মসূচি ৮০ ভাগ কমে গেছে।  

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানায়, বর্তমানে আফগানিস্তানে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের প্রায় দুই মিলিয়ন ডোজ রয়েছে, যা আগামী নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে।

 

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ আগস্ট থেকে শুরু হওয়া ৩৪টির মধ্যে ২৩টি প্রদেশে  ৩০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছিল। এর আগের সপ্তাহে দেশটিতে টিকাকরণ করা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৬০০ জনকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যানুযায়ী, আফগানিস্তানে মোট জনসংখ্যা ৪০ মিলিয়ন। কিন্তু চলিত বছরের ২০ আগস্ট পর্যন্ত ১.২ মিলিয়ন করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।