ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা হারালো কলকাতা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ক্যামেরা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা হারালো কলকাতা পুলিশ

বেপরোয়া গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১ হাজার ৭০০ সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

সম্প্রতি কয়েক ঘণ্টা বন্ধ ছিল সেই নজরদারি ক্যামেরা।

এতে প্রায় ৪ লাখ টাকা জরিমানা হারিয়েছে তারা।

শুক্রবার (২৭ আগস্ট) হিন্দুস্থান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ আগস্ট সকাল থেকে কয়েক ঘণ্টা রাস্তায় সিসিটিভি ও গতি মাপার ক্যামেরা বন্ধ ছিল। তাই অনেকে আইন লঙ্ঘন করলেও জরিমানা করতে পারেনি ট্রাফিক পুলিশ।  

এ ঘটনায় প্রথমে সাইবার হামলার আশঙ্কা করা হয়।  

কিন্তু লালবাজার জানায়, সফটওয়্যার আপডেটের কাজ করার জন্যই বন্ধ রাখা হয়েছিল নজরদারি ক্যামেরা। এদিন প্রায় ১ হাজার ২০০ সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর।

ট্রাফিক দপ্তরের হিসেব অনুযায়ী, কলকাতায় প্রতিদিন প্রায় দেড় হাজার গাড়ির মালিককে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জরিমানা করা হয়। এতে দৈনিক গড়ে ৪ লাখ টাকার বেশি জরিমানা আদায় করে কলকাতা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।