ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
করাচিতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৬ সংগৃহীত ছবি

পাকিস্তানের করাচিতে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) শহরের মেহরান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর- দেশটির জাতীয় দৈনিক দ্য ডন।

জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারের (জেপিএমসি) অতিরিক্ত পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ বলেন, হাসপাতালে এ পর্যন্ত ১৬টি মরদেহ আনা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। ভবনটির  নিচতলায় আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় আটকা পড়ে মৃত্যু হয় বেশির ভাগ শ্রমিকের।

টেলিভিশন চ্যানেলের ভিডিওতে কারখানার ওপরের তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়।

শহরের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ বলেন, কারখানায় ঢোকা এবং বের হওয়ার একটাই পথ। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজা বন্ধ ছিল। এ কারণে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।

আন্তর্জাতিক সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।