ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নির্বিকার তালেবান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
পাক-ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নির্বিকার তালেবান  শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরই তালেবান পরিষ্কার বলে দিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় তারা। ফলে ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তান কোনো ধরনের ভূমিকা রাখবে না বলে জানিয়ে দিলেন শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।

 

শোনা যাচ্ছে, তালেবান এই নেতা স্টানিকজাই নতুন সরকারের সরকারের  পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন।  
 
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টানিকজাই বলেন,  আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। ভারতের বিরুদ্ধে হামলার চালানোর জন্য পাকিস্তানকে সাহায্য করার কথাও এড়িয়ে যান তিনি।  

স্টানিকজাই বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক ও ভৌগলিক দ্বন্দ্বের বিষয়ে তালেবানের কোনো আগ্রহ নেই। অন্য দেশের আন্তঃদ্বন্দ্বে আফগানিস্তানকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।  

আফগানিস্তানের রাস্তা, বাঁধ আর পার্লামেন্ট ভবনসহ বেশকিছু প্রকল্পে কাজ করেছে ভারত।  
 

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।