ব্রাজিলের সাও পাওলো প্রদেশে ছোট শহর আরাকাতুবায় রোববার মধ্যরাতে ভয়াবহ গণ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল নিজেদের রক্ষায় ও পালিয়ে যেতে মানব ঢাল ব্যবহার করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, ব্যাংকের কমপক্ষে দুটি শাখায় লুটপাট চালিয়েছে ডাকাতরা। সাও পাওলোর মিলিটারি পুলিশের কর্মকর্তা আলভারো ক্যামিলো জানান, আরাসাতুবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় অংশ নিয়েছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০ জনের বেশি ডাকাত। ১০টি গাড়ি সঙ্গে নিয়ে গিয়েছিল তারা।
প্রদেশের কর্মকর্তারা গণমাধ্যমকে আরও জানান, কয়েকজন বেসামরিক মানুষকে জিম্মি করে বিপুল পরিমাণ নগদ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
সে সময় পুলিশ ও ডাকাতদের সংঘাতে দুই বেসামরিক ব্যক্তি ও একজন ডাকাত সদস্যসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন একজনকে, আহত হয়েছে আরও একজন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন ধাওয়া করতে না পারে, সে জন্য পালানোর সময় শহরজুড়ে বিস্ফোরক ফেলে যায় ডাকাতদল। সব বিস্ফোরক খুঁজে বের করে তা সরিয়ে না ফেলা পর্যন্ত শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।
এতেই শেষ নয়, পালানোর সময় কয়েকজনকে জোর করে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তদের দলটি।
ব্রাজিলে এমন ভয়াবহ ডাকাতির ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকে সহিংস ডাকাতির ঘটনা ঘটেছে দেশটিতে।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ৩১,২০২১
এসআইএস