ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ‘মানবিক বিপর্যয়’ নিয়ে জাতিসংঘ প্রধানের সতর্কবাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
আফগানিস্তানে ‘মানবিক বিপর্যয়’ নিয়ে জাতিসংঘ প্রধানের সতর্কবাণী

আফগানিস্তানে একটি আসন্ন ‘মানবিক বিপর্যয়’ সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  

তিনি মার্কিন বাহিনীর চূড়ান্ত প্রস্থান এবং আফগানিস্তানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বিভিন্ন দেশকে জরুরি তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস মঙ্গলবার আফগানিস্তানে গভীরতর মানবিক ও অর্থনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মৌলিক সেবাগুলো পুরোপুরি ভেঙে পড়ার হুমকি সৃষ্টি হয়েছে।  

তিনি আর্থিক সহায়তার জন্য আবেদন করার সময় এক বিবৃতিতে বলেন, এখন আগের চেয়ে অনেক বেশি আফগান শিশু, নারী এবং পুরুষদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সংহতি প্রয়োজন।

তিনি বলেন, আমি সব সদস্য রাষ্ট্রকে আফগানিস্তানের জনগণের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।