ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পানশির তালেবানের দখলে, প্রত্যাখান মাসউদের  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
পানশির তালেবানের দখলে, প্রত্যাখান মাসউদের   মাসউদ

পানশির প্রদেশসহ পুরো আফগানিস্তানের দখল-নিয়ন্ত্রণে তালেবান। তবে পানশির প্রদেশ তালেবানের দখলে, এই দাবি প্রত্যাখান করেছেন সেখানকার নেতা আহমেদ মাসউদ।

 
আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।  

শুক্রবার রাতে পানশির দখলের ঘটনা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে মাসউদ বলেন, এমন দিন এলে, সেটাই জীবনের অন্তিম দিন হবে। তালেবানের বিরুদ্ধে এখনও মাথা উঁচু করে লড়ছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ)। পাশাপাশি আমরুল্লা সালেহ-র দেশ ছেড়ে পালানোর গুজবকেও অস্বীকার করেছেন তিনি।

৩০ অগাস্ট আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা।  আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশে তালেবানরা গুজব ছড়ায় দেশ ছেড়েছেন আমরুল্লা সালেহ। পানশির এখন তালিবদের দখলে। এর উত্তর দিতেই এগিয়ে এসেছেন আহমদে-সালেহ জুটি। সালেহ বলছেন, দেশ ছাড়াই প্রশ্নই আসে না।  

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ এই সীমান্ত প্রদেশ পানশির এখনও তালেবানের দখলে নয়।   
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের পানশিরে মাসউদের এনআরএফ বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র সংঘর্ষ চলছে।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১ 
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।