ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জেল পালানো ৬ বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
জেল পালানো ৬ বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে ইসরায়েল ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনারা কারাগার থেকে পালিয়ে যাওয়া সে ছয় বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টুডেস পেপার।

জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আবারও ধরতে তাদের স্বজনদের গ্রেফতার করার কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। এজন্য পশ্চিম তীরের অন্তত ছয়টি পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তারা। এছাড়া পলাতকদের ধরতে পশ্চিম তীরের জেনিনের সন্দেহভাজন স্থানগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিটি সড়কে সেনা মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের এ কাজের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির এক টুইটে বলেছেন, কারো আত্মীয়কে জোর করে আটকে রাখা মাফিয়া স্টাইলেরই কৌশল। এটা কোন ভদ্র সমাজের কাজ নয়।

ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে অন্যতম গিলবোয়া কারাগার। কারাগারটি এতটাই সুরক্ষিত যে, সেটিকে ইসরায়েলের সিন্দুক বলা হয়। সে কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন ছয় বন্দি। এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে ইসরায়েলি সেনারা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।