ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া ছবি: সংগৃহীত

তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এ বিষয়ে পেসকভ আরও বলেন, আমরা জানিনা তালেবানের অধীনে আফগানিস্তান কোন দিকে যাবে। তাই আমরা বলতে চাই যে, এখন সেখানকার পরিস্থিতি এবং তালেবান নেতাদের পরবর্তী কাজ বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

রাশিয়ার পার্লামেন্টের স্পিকার এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

এদিকে শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন (ক্রেমলিন) থেকে জানানো হয়, রাশিয়া কোনোভাবেই তালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না।

পুতিন জানান, তালেবানের সঙ্গে আগেও যোগাযোগ করেছিল রাশিয়া। তবে সেটি আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের উদ্ধার কার্যক্রম নিয়ে কথা বলতে। অন্য কোনো কারণে নয়।

প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।