ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

১০ মিনিটে দেড় লিটার ঠাণ্ডা পানীয় খেয়ে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
১০ মিনিটে দেড় লিটার ঠাণ্ডা পানীয় খেয়ে তরুণের মৃত্যু

গরমে হাঁসফাঁস করছিলেন ২২ বছরের বয়সী এক চীনা তরুণ। তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠাণ্ডা পানীয় খেয়ে ফেলেছিলেন তিনি।

শেষ পর্যন্ত ওই কারণেই মৃত্যু হয়েছে যুবকটির।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। তবে ওই তরুণের পরিচয় জানা যায়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ ঠাণ্ডা পানীয় খাওয়ায় ওই তরুণের শরীরে বিপুল পরিমাণ গ্যাস তৈরি হয়েছিল। ঠাণ্ডা পানীয় খাওয়ার ছয় ঘণ্টা পর প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি।

বেইজিংয়ের চাওয়াং হাসপাতালের চিকিৎসকদের ওই যুবক জানান, গরম থেকে রেহাই পেতে দেড় লিটার ঠাণ্ডা পানীয় খেয়েছেন। এরপর তার পেটের ভেতর অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করে।

হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকরা বলেছেন, ওই তরুণের যকৃতে অক্সিজেনের অভাব হয়েছিল। পেট ব্যথার পাশাপাশি হৃদস্পন্দন বেড়ে যায় তার। সেই সঙ্গে কমে যায় রক্তচাপ। চিকিৎসকরা সিটি স্ক্যান করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের বিষয়টি ধরা পড়েছে। হাসপাতালে আসার ১৮ ঘণ্টা পর ওই তরুণের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।