ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের মুস্তফা (স.) পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
ইরানের মুস্তফা (স.) পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

ইরানের মুস্তফা (স.) পুরস্কার জিতেছেন বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান।

মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এবারের বিজয়ী পাঁচ বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।

দেশটির মুস্তফা (স.) ফাউন্ডেশন দুই বছর পরপর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের পুরস্কৃত করে থাকে।

এবার শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে পুরস্কারটি জিতেছেন ড. এম জাহিদ হাসান ও ইরানের বিজ্ঞানী কামরান ওয়াফা। এর মধ্যে জাহিদ হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। কামরান ওয়াফা অধ্যাপনা করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

এছাড়া এবার স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মুহাম্মাদ সানেগ ও পাকিস্তানের মুহাম্মাদ ইকবাল চৌধুরী।

এর আগে আরও তিন দফায় নয় জন শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা ইরান, সিঙ্গাপুর, তুরস্ক ও জর্ডানের নাগরিক ছিলেন। প্রত্যেক বিজয়ীকে মুস্তফা (স.)-এর পুরস্কারের ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।