ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বিবিসির খবরে বলা হয়, ইতালির রোমে জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ এ কথা বলেন।
সাবমেরিন ক্রয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কি না, প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয় না, আমি জানতাম। ’
তবে ফ্রান্সের প্রেসিডেন্টের এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
স্কট মরিসনের উদ্দেশে ম্যাক্রোঁ বলেন, আপনার দেশ ও জনগণের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। একই সঙ্গে আমাদের একে অপরকে সম্মান দেখাতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে। এই মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা অস্ট্রেলিয়ার একটি চুক্তি বাতিলের পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। ওই চুক্তির আওতায় ৩৭ বিলিয়ন ডলার মূল্যের ১২টি প্রচলিত সাবমেরিন তৈরি করার কথা ছিল।
পরবর্তীতে ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি করে অস্ট্রেলিয়া।
এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিনের মালিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটা হলে অস্ট্রেলিয়া বিশ্বের সপ্তম দেশ হিসেবে এই সাবমেরিনের মালিক হবে।
চুক্তির আওতায় মিত্ররা সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্য গভীর সমুদ্রে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করবে।
চুক্তি বাতিলের পর মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ফ্রান্সের। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ লে দ্রিয়াঁ এটিকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করে একে ‘মিত্র ও অংশীদারদের মধ্যে অগ্রহণযোগ্য আচরণ’ বলে বর্ণনা করেন।
আরও পড়ুন:
ব্রিটেনের সঙ্গে প্রতিরক্ষা বৈঠক বাতিল করল ফ্রান্স
অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন চুক্তিটি ‘বিপজ্জনক’
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জেএইচটি
I ask French President Emmanuel Macron whether Scott Morrison lied to him: “I don’t think, I know.” pic.twitter.com/3tcg4xrl90
— Bevan Shields (@BevanShields) October 31, 2021