ঢাকা: প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার প্রয়োজনে কিছুক্ষণের জন্য ছুটিতে যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে সাময়িক ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
হোয়াইট হাউজ সূত্র জানায়, শুক্রবার কোলনোস্কপি করাতে কিছু সময়ের জন্য অজ্ঞান করা হবে প্রেসিডেন্ট বাইডেনকে। নিয়ম অনুযায়ী, অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা।
অস্থায়ী প্রেসিডেন্ট থাকাকালে কমলা হ্যারিসের হাতে থাকে আমেরিকার সেনা ও পরমাণু অস্ত্রের ভান্ডারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
এটি জো-বাইডেনের রুটিন চেক-আপ। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন।
এর আগে ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার প্রয়োজনে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ড্বলু বুশ। সেই সময়ও তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমইউএম/এনএইচআর