ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান শরণার্থী শিশু থেকে প্রভাবশালী নারীর তালিকায়  রেহানা  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
আফগান শরণার্থী শিশু থেকে প্রভাবশালী নারীর তালিকায়  রেহানা  

সমাজ, সংস্কৃতি ও বিশ্বের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখায় বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন আইনজীবী রেহানা পোপাল। আফগানিস্তান থেকে শরণার্থী হিসেবে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন রেহানা।

 


বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে তালেবানের প্রথমবারের ক্ষমতা দখলের সময়টাতে মা ও তিন ভাইবোনের সঙ্গে যুক্তরাজ্যে আশ্রয় নেন রেহানা। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে। বর্তমানে রেহানা ব্রিটেনে অভিবাসী ও সিভিল আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।  

যে কোনো আইনি সহায়তার জন্য ৩১ বছর বয়সি এ আফগান ব্যারিস্টার নিঃস্বার্থভাবে তার দেশের মানুষকে সেবা দিয়ে আসছেন।

ব্রিটেনে যেসব আফগান আসার জন্য আবেদন করেছিলেন তাদের অনেককে সহায়তা দিয়েছেন রেহানা।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।