ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শতাধিক নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, ডিসেম্বর ১২, ২০২১
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শতাধিক নিহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রায় ১শ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ২শ মাইল বেগে ধেয়ে যাওয়া টর্নেডোয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, এই রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডো। আমার জীবনে এমন ধ্বংসযজ্ঞ আগে দেখিনি। যা বলার ভাষা পাচ্ছি না। কেনটাকিতে নিহতের সংখ্যা ১শ ছাড়িয়ে যেতে পারে বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, রাজ্যের মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানায় ধ্বংসস্তুপের নিচে অন্তত ১১০ জন আটকে পড়েছেন। তাদের উদ্ধারকাজে ন্যাশনাল গার্ডের ১৮৯ জন সদস্য রয়েছেন। এমন অপ্রত্যাশিত টর্নেডোয় কেনটাকির পার্শ্ববর্তী মিসৌরি অঙ্গরাজ্যে একটি নার্সিং হোম বিধ্বস্ত হয়েছে এবং ইলিনয় অঙ্গরাজ্যে অ্যামাজনের গুদামে দেওয়াল ধসে অন্তত ৬ কর্মী নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।