ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে শরণার্থী শিবিরে গুলিতে ৪ হামাস নেতা নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
লেবাননে শরণার্থী শিবিরে গুলিতে ৪ হামাস নেতা নিহত

লেবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলিবর্ষণে চার হামাস নেতা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে।

 

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত।

শরণার্থী শিবিরটির একটি মসজিদে এক হামাস সদস্যের জানাজার সময় রোববার ওই বর্বরোচিত হামলা হয়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ফাতাহ বা লেবানন সরকার কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি।  

সিরিয়ায় তিনবছরের গৃহযুদ্ধে ১১ লাখ ৫৫ হাজার পাঁচজন শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছেন।  


বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা,  ডিসেম্বর ১৩, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।