হংকংয়ের কজওয়ে উপসাগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদের ডেকে কয়েককশ মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বুধবার অগ্নিকাণ্ডের পর হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শত শত মানুষ আটকা পড়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনটির ছাদে ৩০০ জনেরও বেশি লোক আটকা পড়েছে এবং কমপক্ষে চারজন আহত হয়েছেন।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে বৈদ্যুতিক সুইচ রুমে আগুন লাগে।
সিটিজেন নিউজ ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ছাদে আটকা পড়া মানুষের সংখ্যা ৩৫০ বলে উল্লেখ করে বলেছে, ভবনের পঞ্চমতলা থেকে আরও ১০০ জনকে উদ্ধারের জন্য অপেক্ষা করা হচ্ছে।
হংকং ফ্রি প্রেস জানিয়েছে, আগুন এখনও জ্বলছে এবং দমকল বাহিনী ক্রেন ব্যবহার করে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
নিউজ ডেস্ক