ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সংগীতশিল্পীর ঘরে ১০ লাখ পর্নো ছবি-ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
সংগীতশিল্পীর ঘরে ১০ লাখ পর্নো ছবি-ভিডিও

তিনি একজন সংগীতশিল্পী। কিন্তু আড়ালে তিনি নীল জগতের বাসিন্দা।

দীর্ঘদিন ধরেই তিনি শিশুদের পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ করে আসছিলেন।  

ওই সংগীতশিল্পীকে গ্রেপ্তার করেছে ইতালি। তার বাসা থেকে ১০ লাখ পর্নো ছবি-ভিডিও পাওয়া গেছে।  

স্থানীয় সময় শনিবার ওই সংগীতশিল্পীকে গ্রেপ্তার করে ইতালির পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স ৪৯ বছর। তিনি ইতালির উপকূলীয় শহর অ্যানকোনার অধিবাসী।

ইতালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি শিশু পর্নোগ্রাফির ছবি ও ভিডিও সংগ্রহ করে আসছিলেন। তিনি প্রায় ২০ বছর ধরে এ কাজ করছিলেন।

হার্ডডিস্ক, অপটিক্যাল মিডিয়া ও একটি স্মার্টফোনের মধ্যে পর্নোগ্রাফির ফাইলগুলো রাখা ছিল।  

পুলিশ জানিয়েছে, ওই সংগীতশিল্পী শিশুদের গান শেখাতেন। ভিডিওগুলো তার শিশু শিক্ষার্থীদের কিনা বা তিনি ওই শিশুদের যৌন নিপীড়ন করেছিলেন কি না, তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।