ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তেল শোধনাগারে আগুন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
পশ্চিমবঙ্গে তেল শোধনাগারে আগুন, নিহত ৩

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ভারতীয় তেল শোধনাগারে (আইওসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই আগুনে অন্তত তিনজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে ৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জি নিউজ। বাকিদেরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দগ্ধদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, বিকেলে হলদিয়া তেল শোধনাগারের একটি টাওয়ারে আগুন ধরে যায়। সেই সময় ওই টাওয়ারে কয়েকজন কর্মী কাজ করছিলেন। জায়গাটিতে অতিদাহ্য পদার্থ থাকায় আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে।

ঘটনাস্থলে থাকা এক শ্রমিক বলেন, গত কয়েকদিন ধরেই ওই টাওয়ারে শাটডাউনের কাজ চলছিল। কাজ করছিল মুম্বাইয়ের একটি সংস্থা। ঘটনার সময় ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে গিয়েই টাওয়ারে আগুন লেগে যায়।

হতাহতদের অধিকাংশ ভিন্ন রাজ্যের বাসিন্দা। তবে স্থানীয় কিছু যুবকও ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উৎকণ্ঠায় রয়েছেন আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।

শ্রমিকরা জানিয়েছে, কারখানার ভেতর মক ড্রিল চলছিল। সেই মক ড্রিল শেষ হয়ে যাওয়ার পরে ওই টাওয়ারে আগুন লাগে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।