ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‌‘বিজেপির প্রার্থীকে ভোট দিলেই কম টাকায় মদ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
‌‘বিজেপির প্রার্থীকে ভোট দিলেই কম টাকায় মদ’

আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করলেই কম টাকায় মদ বিক্রি করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় সুরাপ্রেমীদের জন্য এ প্রতিশ্রুত দিয়েছেন ভারতীয় ওই নেতা।



সোমু বীররাজু বলেন, ‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন। আমরা মাত্র ৭০ টাকায় মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে ৫০ টাকায় মদ বিক্রি করা হবে’।

তিনি রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলেন, ‘রাজ্য সরকার আমজনতার কাছে উচ্চমূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।