ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ

আরব সাগর থেকে ৩৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।  

জানা গেছে, হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার।

এ অঞ্চল থেকে এবারই প্রথম একসঙ্গে এতো বিপুল পরিমাণ মাদক জব্দ করা হলো বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। সূত্র: এবিসি নিউজ।
ইউএসএস টেম্পেস্ট ও ইউএসএস টাইফুন নামের জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান একটি মাছ ধরার নৌকা থেকে মাদকগুলো জব্দ করে। আন্তর্জাতিক টাস্ক ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে চলতি সপ্তাহের সোমবার এগুলো জব্দ করা হয়।

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স টহল জোরদার করেছে। এ বছর তারা প্রায় ২০ কোটি ডলারের মাদক জব্দ করে। যা গত চার বছর জব্দ করা মাদকের পরিমাণের চেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।