ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ বছরে গ্র্যাজুয়েট, রয়েছে আরও ৪ ডিগ্রি 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
১৫ বছরে গ্র্যাজুয়েট, রয়েছে আরও ৪ ডিগ্রি 

জ্যাক রিকোর বয়স মাত্র ১৫ বছর। এই বয়সে পাঁচটি ডিগ্রি অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে সে।

পড়াশোনার পাশাপাশি ভিডিও গেম খেলতেও ভীষণ ভালোবাসে জ্যাক।  

যুক্তরাষ্ট্রের জনবহুল শহরগুলোর একটি লাস ভেগাস। সেই শহরের ইউনিভার্সিটি অব নেভাদা থেকে সম্প্রতি স্নাতক ডিগ্রি পেয়েছে সেই কিশোর। এখন সে কিশোর গ্র্যাজুয়েট।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এই কিশোর মেধার জোরে এখন বিশ্বজুড়ে আলোচিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকে এই বিষ্ময়কর বালক।  

জ্যাক ১১ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার ফুলারটন কলেজে পরীক্ষা দেয়। পরীক্ষায় খুব ভালো ফল করে সে। ১৩ বছর বয়সে সেখান থেকেই চারটি অ্যাসোসিয়েট ডিগ্রি পেয়ে যায় এই কিশোর। সেগুলো হলো- ইতিহাস, সামাজিক ব্যবহার, সামাজিক বিজ্ঞান এবং আর্ট ও হিউম্যান এক্সপ্রেশন। ওই কলেজে সে-ই প্রথম ওই ডিগ্রিগুলো অর্জন করে।  

২০২০ সালের আগস্টে ১৪ বছরের জ্যাক পড়াশোনা শুরু করে ইউনিভার্সিটি অব নেভাডায়। গত ১৪ ডিসেম্বর ইতিহাসে স্নাতক ডিগ্রি পায় সে। স্নাতকে তার সিজিপিএ ছিল ৩.৭৮।  

স্নাতকোত্তর ডিগ্রির প্রস্তুতি নেওয়া জ্যাকের ভাষ্যমতে, স্নাতকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অ্যাসাইমেন্ট শেষ করে সে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জ্যাক জানায়, চাকরি করে প্রচুর অর্থ উপার্জন করার ইচ্ছা রয়েছে। আর অটিস্টিক বোনের সেবা করবে সে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।