ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়াবহ দাবানল কলোরাডোয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ভয়াবহ দাবানল কলোরাডোয়

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

পুড়ছে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান।

এখনও পর্যন্ত ১৬০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দুর্ঘটনা এড়াতে জরুরিভিত্তিতে রাজ্যের কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

বিবিসির খবরে বলা হয়েছে, অব্যাহত দাবানল ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়াচ্ছে। দাবানলের তাণ্ডবে মৃত্যু ও আহতের আশঙ্কা রয়েছে।

কলোরাডোর মেয়র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। উদ্ধারকারীরা দিনরাত কাজ করছেন। ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। তারা আপাতত নিরাপদ স্থানে রয়েছেন।

মেয়রের বক্তব্য অনুযায়ী অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন। বাড়িঘর ছেড়ে তারা চলে আসতে বাধ্য হয়েছেন। অন্তত পাঁচশ বাড়ি আগুনে পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে সংখ্যাটি কয়েকগুণ বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। এ বছর সেখানে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে আরও বেশি শুকনো হয়ে গেছে। খরার মতো পরিস্থিতি। তার ওপর আগুন লাগায় বহু মানুষ অসহায় পড়েছেন। তারা শুধু ঘর হারাননি, কাজও হারিয়েছেন। অনেক ব্যবসার প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। প্রশাসন অবশ্য আশ্বাস দিয়েছে, আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে তারা।

আগুনের তীব্রতায় এখন পর্যন্ত ছয়জন আহত হয়েছেন। চলতি বছরে কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।