ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৬ বছরে এত কমেনি সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ভারতে ৬ বছরে এত কমেনি সোনার দাম ছবি: সংগৃহীত

শেষ হতে চলেছে ২০২১ সাল। আসছে নতুন বছর।

আর নতুন বছর আসতে না আসতেই ভারতে এক ধাক্কায় বেশ কমেছে সোনার দাম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রামে ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৯ হাজার টাকা করে দাম কমেছে সোনার। গত ৬ বছরে এ প্রথম এক ধাক্কায় এতটা দাম কমলো।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতে সোনার দাম প্রায় ০.৪ শতাংশ পড়ে যায়। প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৪৭ হাজার ৬৫০ টাকায়। দাম কমার কারণে উৎসবের এ সময়ে সোনা কেনার ভাল সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। শুধু সোনারই দাম কমেনি, সোনার পাশাপাশি আন্তর্জাতিক এবং ভারতের বাজারে রুপার দামও কমে গেছে।

ওমিক্রনের অতি সংক্রমণকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ এবং শেয়ার বাজারের পতনের কারণে সোনা-রুপার এত দাম কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় ফেডারেল ব্যাংকের সাম্প্রতিক কিছু পদক্ষেপকেও এর কারণ বলে মনে করা হচ্ছে। সে দেশেও বৃহস্পতিবার সোনা-রুপার দাম কমেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।