নতুন বছরকে বরণ করতে গিয়ে ভারত শাসিত জম্মু-কাশ্মিরের কাটরায় মাতা বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,
ইংরেজি নতুন বছরের শুরুতে শনিবার রাত পৌনে ৩টার দিকে রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে এ ঘটনা ঘটে।
মন্দিরে ভক্তরা পদদলিত হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে জম্মু- কাশ্মীর পুলিশ। আহতদের মাতা বৈষ্ণদেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
‘অনুমতিপত্র’ ছাড়াই অনেক ভক্ত নতুন বছরকে বরণ করতে বৈষ্ণদেবী মন্দিরে প্রবেশ করেছিলেন বলে দাবি কর্তৃপক্ষের।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনার ওপর নজর রাখছেন। আহতদের সব ধরনের চিরিত্সা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিট নাগাদ ঘটে। ভক্তদের মধ্যে বাকবিতণ্ডার জেরে একে অপরকে ধাক্কা দেন। একপর্যায়ে এই পদদলিতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
জেএইচটি
#BREAKING | 12 dead, 13 injured in the stampede at Mata Vaishno Devi Bhawan in #Katra. The incident occurred around 2:45 am, and as per initial reports, an argument broke out which resulted in people pushing each other,followed by stampede: JK DGP Dilbagh Singh. #JammuAndKashmir pic.twitter.com/bF7juKpY14
— Aaquib Gull (عاقب گُل) (@_AaquibGull) January 1, 2022