ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভুল করে গ্রাহকের কাছে ১৫০০ কোটি টাকা পাঠালো ব্যাংক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ভুল করে গ্রাহকের কাছে ১৫০০ কোটি টাকা পাঠালো ব্যাংক!

বড়দিনের উপহার হিসেবে দুই হাজার গ্রাহকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল লন্ডনের স্যানট্যান্ডার ব্যাংক। কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যায় প্রায় ১৭৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৫০০ কোটি টাকারও বেশি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।

জানা গেছে, বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে বেসরকারি ব্যাংকটির। বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছেন না বলেও দাবি তাদের। তবে ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে ওই টাকা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিটেনের আইন বলছে, যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢোকে সেক্ষেত্রে ব্যাংক তা ফেরত নিতে পারে। আর গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে ১০ বছর কারাদণ্ড হতে পারে।

ব্রিটেনে স্যানট্যান্ডার ব্যাংকের প্রায় এক কোটি ৪০ লাখ গ্রাহক আছে। শাখা আছে ৬১৬টি। প্রতিষ্ঠানটি ব্যাঙ্কো স্যানট্যান্ডারের মালিকানাধীন সহায়ক সংস্থা, যার সদর দপ্তর স্পেনে অবস্থিত।

তবে প্রযুক্তিগত ক্রুটির কারণে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৭৫ মিলিয়ন ডলার চলে গেলেও ব্যাংকের ইতিহাসে এটি বড় ঘটনা নয়। এর আগে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক ভুলবশত ঋণদাতাদের কাছে ৯০০ মিলিয়ন ডলার পাঠিয়েছিল, যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।