ভারত-চীন সীমান্তের গালওয়ান উপত্যকায় জাতীয় পতাকা উড়িয়েছে চীন। দেশটির সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে।
পতাকা ওড়ানোর ভিডিও আপলোড করে চীনের ওই অ্যাকাউন্টে লেখা হয়েছে, ২০২২ নববর্ষে গালওয়ন উপত্যকায় চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এটি বিশেষ, কারণ এই পতাকা তোলা হয়েছিল তিয়েনানমেন স্কোয়ারে।
ভিডিওতে দেখা যায়, আংশিক বরফে ঢাকা পাহাড়ি এলাকায় কয়েকজন চীনা সেনা পতাকা মেলে উঁচু করে ধরে আছেন। সামনে শ’ খানেক সশস্ত্র সেনা জাতীয় সংগীত গাইছেন।
২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন চীন ও ভারতের সেনারা। এরপর দুই পক্ষ বৈঠকে বসে সেখান থেকে উভয় দেশের সেনা সরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
নিউজ ডেস্ক