করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের একদল বিজ্ঞানী ভাইরাসের এ নতুন রূপের সন্ধান পেয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।
জানা গেছে, ইহু বা বি.১.৬৪০.২ স্ট্রেনটিতে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের ১২ নাগরিক। তবে স্বীকৃত কোনো জার্নালে করোনার এ নতুন রূপ সম্পর্কে এখনো তথ্য প্রকাশিত হয়নি। ভাইরাসের এ নতুন রূপ কতটা সংক্রামক তাও এখনো স্পষ্ট করেনি গবেষকরা।
তবে গবেষকরা জানিয়েছেন, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ফলে এর সঙ্গে লড়াইয়ে করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। করোনার পুরনো ভ্যারিয়েন্ট থেকে এর উৎপত্তি।
এ বিষয়ে অধ্যাপক ফিলিপ কলসন বলছেন, আমরা নতুন রূপের কয়েকজনকে শনাক্ত করেছি। এর নাম দেওয়া হয়েছে ইহু।
এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেডএ