ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণ না পেয়ে ব্যাংক জ্বালিয়ে দিলেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
ঋণ না পেয়ে ব্যাংক জ্বালিয়ে দিলেন তিনি!

স্থানীয় একটি ব্যাংকে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু ঋণের বিপরীতে তার দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় আবেদনটি বাতিল করতে দ্বিধা করেনি ব্যাংক কর্তৃপক্ষ।

আর এতেই ক্ষুব্ধ হয়ে ব্যাংকে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে। রাজ্যের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম হাজারাতসাব মোল্লা (৩৩)।

তিনি হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনটি কর্তৃপক্ষ বাতিল করে দিলে ওয়াসিম ক্ষুব্ধ হয়ে ব্যাংকে আগুন ধরিয়ে দেন। শনিবার (৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আগুন লাগানোর পুরো ঘটনা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ওয়াসিম ব্যাংকের একটি জানালা বাইরে থেকে খুলে প্রথমে পেট্রোল ছিটান। এরপর আগুন ধরিয়ে দেন। আগুনে ব্যাংকের ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে পাঁচটি কম্পিউটার, ফ্যান, লাইট, প্রিন্টার, ক্যাশ কাউন্টিং মেশিন, সিসিটিভি ক্যামেরাসহ আরও কিছু প্রয়োজনীয় উপকরণ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ওয়াসিমের বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭ ও ৪৩৫ ধারায় মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে। তবে তিনি কি কারণে লোন চেয়ে আবেদন করেছিলেন এবং লোনের অঙ্ক কত ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।