ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ তৎপরতা বাড়ানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির আল-মাসিরা পত্রিকা।
তারা বলেছে, আবুধাবির ভঙ্গুর কাচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই আছে।
শনিবার ওই পত্রিকায় এক নিবন্ধে বলা হয়, ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনের মারিব ও শাবওয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
পর্যবেক্ষকরা নিশ্চিত, সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। সেখানকার তেলের স্থাপনাগুলো আর সুউচ্চ ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ। সূত্র: পার্সটুডে
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্ক