ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্মভূষণ সম্মাননা পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু মোদী সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ একজন ফোন কল করেছিলেন। তখন ‘সম্মতি’ দেওয়া হয়। বুদ্ধদেব বিষয়টি তখন জানতেন না। পরে এ খবর জেনে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
বুদ্ধদেব এক বিবৃতিতে জানান, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি। ’
বাংলাদেশে সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরআইএস