সাধারণত ট্রাফিক নিয়ম ভাঙলে বা মদ খেয়ে ধরা পড়লে চালকদের জরিমানা বা আটক করা হয়। তবে এবার আর জরিমানা বা আটক নয়―আজব শাস্তি দিলো তাইওয়ানের পুলিশ।
দেশটির কোশিয়ং শহরে মদ খেয়ে ধরা পড়েছিলেন ১১ জন গাড়িচালক। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালের মর্গে। চালকদের নির্দেশ দেওয়া হয় এক রাত মর্গ পাহারা দিতে। একইসঙ্গে জুটে মর্গ পরিষ্কারের কাজও।
ওডিটিসেন্ট্রাল নামের এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কারও না কারও মৃত্যু হচ্ছে। তা সে পথচারী হোক বা চালক। মূলত মৃত্যু কতটা ভয়ঙ্কর তা বোঝাতে এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই অভিনব শাস্তির আয়োজন।
কোশিয়ং শহরের মেয়র ঘোষণা দিয়েছেন, আগামী দিনে মদ খেয়ে কোনও চালক ধরা পড়লে তাদেরও একইভাবে শাস্তির মুখোমুখি হতে হবে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এনএসআর