ঢাকা: হোয়াইট হাউজে উইলো নামে নতুন একটি বিড়াল এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সবুজ চোখ এবং ধূসর-সাদা রঙের দুই বছরের উইলোকে পেনসিলভানিয়া থেকে আনা হয়েছে।
মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র মাইকেল লারোসার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।
লারোসা বলেন, এরই মধ্যে উইলো হোয়াইট হাউসে মানিয়ে নিচ্ছে। সেখানে বিড়ালটির পছন্দসই খেলনা, খাবার ও দৌড়াদৌড়ির প্রচুর জায়গা আছে।
২০২০ সালের নভেম্বরে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর জিল বাইডেন হোয়াইট হাউজে একটি বিড়াল ছানা নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ফার্স্ট লেডির নিজের শহর পেনসিলভানিয়ার উইলো গ্রোভের নামে বিড়ালটির নাম উইলো রাখা হয়।
২০২০ সালের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় জিল বাইডেন ভাষণ দেওয়ার সময় বিড়ালটি মঞ্চে উঠে পড়ে। এ ঘটনা জিল বাইডেনের মনে দাগ কেটেছিল।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০২২
এমইউএম/এমএমজেড