ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পোষা কুকুরের জন্য সিক্স স্টার হোটেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ফেব্রুয়ারি ১, ২০২২
পোষা কুকুরের জন্য সিক্স স্টার হোটেল!

তিন বা পাঁচ তারকা নয়―এবার ছয় তারকার এক বিশেষ হোটেলের সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকায়। তাও মানুষের জন্য নয়, বিলাসবহুল হোটেলটি করা হয়েছে পোষা কুকুরের জন্য।

পড়ে চমকালেও এটাই সত্যি। পোষা কুকুরের জন্য এমন বিলাসবহুল হোটেল পরিচালনা করার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সুপারউফ ডগ হোটেল কর্তৃপক্ষ।

রাজধানী কেপটাউনে অবস্থিত এই হোটেলটি মূলত ছয় মাস ও এক বছর বয়সী কুকুরের পরিচর্যাকেন্দ্র।

সুপারউফের কুকুর পরিচর্যাকারীদের একজন ওয়াটসন এমপালা।

তিনি বলেন, আমরা কুকুরের জন্য ছয় তারকা মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। তাদের জন্য ২৪ ঘণ্টার তদারকি, আকর্ষণীয় পুল, বড় বিশ্রামকক্ষ ও সঙ্গীতের ব্যবস্থা আছে।

তবে হোটেল কর্তৃপক্ষের এত আয়োজনে অতিথিরা (কুকুর) কতটা আনন্দ পাচ্ছে, তা জানা যায়নি।

এদিকে বিলাসিতার চূড়ান্ত নমুনা দেখানো হোটেলটি নিয়ে বিতর্কের শেষ নেই। কেননা, দক্ষিণ আফ্রিকার ৫০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

সূত্র: ডেইলি সাবাহ

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।